শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস পালিত

 

আজ ২৩ শে জানুয়ারি বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, রেড রোড ও রানী রাসমণি রোডের সংযোগস্থলে, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন, কলকাতা কর্পোরেশনের মহানাগরীক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দরা।

সারাদেশে যখন নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়, ঠিক সেই সময় নেতাজী সুভাষচন্দ্র বসুর। মূর্তির সামনে চলে তোড়জোড় এবং প্রশাসনের ব্যারিকেড দেওয়ার কাজ, অন্যদিকে চলছে মঞ্চে প্রস্তুতি শেষ করার কাজ।

ঠিক দুপুর বারোটায়, মাননীয় মন্ত্রী জনাব ফিরাদ হাকিম ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে শুরু হয় দেশাত্মবোধক গান এবং শঙ্খ
ধনী , তারি পরে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন একে একে এবং সর্বশেষে বন্দে মাতরম সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ করেন,

নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে বলতে গিয়ে বলেন নতুন করে কিছু বলার নাই, দেশবরেণ্য একজন বীরপুরুষ, দেশকে রক্ষা করতে গিয়ে নানা রকম বিপদের সম্মুখীন হয়েছিলেন, যিনি কোনদিন কোন কিছুকে ভয় পেতেন না, দেশকে রক্ষা করার জন্য ছদ্মবেশে নানা কৌশল করেছিলেন, আর স্বপ্ন ছিল দেশকে স্বাধীন করা, তাকে স্মরণ করে দেশ মাতৃকার কথা মনে করে রাখতে চাই, এই সকল বীরপুরুষদের যেন কেউ না ভুলে যায়, যিনি ইংরেজদের সাথে নিজের জীবন বিপন্ন করে লড়াই চালিয়ে গিয়েছিলেন , তাকে সম্মান জানাতে পেরে ও জন্মদিন পালন করতে পেরে আমরা কৃতজ্ঞ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn