শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সভা অনুষ্ঠিত

 

আজ ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার, কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সকাল ১১ টায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই কর্মী সভায় উপস্থিত ছিলেন, প্রধান বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জী ,এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর, চেয়ারম্যান থেকে শুরু করে দলের বিভিন্ন নেতৃবৃন্দ, তাহাদের মধ্যে ছিলেন সুব্রত বক্সী, সৌগত রায়, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, অরূপ রায়, মালা রায়, ইন্দ্রনীল সেন, সায়ন্তিকা ব্যানার্জি, দেবাশীষ কুমার, দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত জেলার নেতৃবৃন্দ ও কাউন্সিলরগণ।

বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার কর্মী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সকাল থেকেই জমায়েত হন এবং নেতাজী ইন্ডোর স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যায় সকাল দশটার মধ্যে, নেতাজী ইন্ডোরে যাহারা ঢুকতে পারেননি, তাহারা ইনডোরের বাইরে ভিড় জমান এলইডি’র সামনে,সকল কর্মীদেরকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জানান এবং তার সাথে সাথে বলেন যারা ভেতরে প্রবেশ করতে পারেননি আমরা তাদের কাছেও কৃতজ্ঞ।

অভাব শুরু হয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, দুই বছর এই দিনটিতে এই কর্মী সভা আয়োজিত হয়, এরপর একে একে‌ মঞ্চে বক্তিতা দেন, এবং আগামী দিনের কর্মসূচী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মীদের নির্দেশ দেন, বক্তৃতা দিতে গিয়ে অভিষেক ব্যানার্জি কয়েকটি কথা কর্মীদের তুলে ধরেন, কি বলেন আমার নামে বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে সেদিকে যাতে কান না দেন, তিনি এও বলেন আমি বেইমান নয় একটা দল থেকে আরেকটা দলই চলে যাব। কিছু অসাধু ব্যক্তি ও কিছু সংবাদ মাধ্যম আমার নামে অপপ্রচার করে চলছে। আমি নাকি বিজেপিতে যোগ দেবো, নতুন দল তৈরি করব,, এবং আমার নামে নাকি ইডি সিবিআই চার্জশিট দিয়েছে। যেখানে ২৮-পাতার বয়ানে মাত্র আমার দু জায়গায় নাম উল্লেখ করা হয়েছে।, জানতে চাওয়া হয়েছে, আমি সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান। তাই বলে রাখি সংবাদ মাধ্যমে যদি ১০০টা খবর ওটাই ১০০টাই ভুল, আমরা ১২ লক্ষ মানুষকে বাড়ি দিয়েছি কিন্তু খবরে একটিও বেরোয়নি বলে জানান। এর সাথে সাথে তীব্র হবে আক্রমণ করলেন মুকুল রায় ও শুভেন্দু অধিকারী কে, যারা তৃণমূল কংগ্রেসের সাথে বেইমানি করেছে, তিনি এও উল্লেখ করেন, আমি অনেকদিন ধরেই নজরে রেখেছিলাম তাই আমি ওনাদেরকে দল থেকে সরিয়েছি। আমরা জেনে রাখুন আমি যে দলে আছি সেই দলের হয়েই মানুষের পাশে থাকবো , মা মাটির মানুষ, সাধারণ মানুষের পাশে থাকা মানুষ, উন্নয়নের কান্ডারী, বিভিন্ন প্রকল্প তৈরীর স্রষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সকলের কথা ভাবেন, আরো একটা কথা বলে রাখি যারা দলের বিরুদ্ধে কিছু করতে চাইবে আমি তাদের দল থেকে সরিয়ে দেব, তাই সকল কর্মীদের উদ্দেশ্যে একটা কোথায় বলবো আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসরণ করুন, এটি ভাবে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কর্মীদের উদ্দেশ্যে একি‌ভাবে নির্দেশ ও এলাকার উন্নয়নের কথা এবং দলকে আরো শক্তিশালী করতে আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn