মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা পেলেন হেঙগরঙ রাঙামাটি সাংস্কৃতিক একাডেমি

চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আয়োজনে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দু’দিনব্যাপী নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা ও বুলবুল নৃত্যউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গত ২৩ মে নৃত্যচর্চায় বিশেষ অবদান রাখায় ‘বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা’ লাভ করেন চট্টগ্রামে অবস্থানরত পাহাড়ি ও নৃগোষ্ঠী শিল্পীদের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হেঙগরঙ রাঙামাটি সাংস্কৃতিক একাডেমি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নৃত্যশিল্পী সংস্থা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা মিনু হক ও প্রধান বক্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার-এর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কারিনা চাকমা, ঐশী চাকমা, রূপা চাকমা, মুর্না চাকমা, ঝুমঝুমি চাকমা। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা-চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন মধু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn