
চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সমন্বয় পরিষদের আয়োজনে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দু’দিনব্যাপী নৃত্যাচার্য বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা ও বুলবুল নৃত্যউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গত ২৩ মে নৃত্যচর্চায় বিশেষ অবদান রাখায় ‘বুলবুল চৌধুরী স্মারক সম্মাননা’ লাভ করেন চট্টগ্রামে অবস্থানরত পাহাড়ি ও নৃগোষ্ঠী শিল্পীদের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হেঙগরঙ রাঙামাটি সাংস্কৃতিক একাডেমি। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নৃত্যশিল্পী সংস্থা সভাপতি, একুশে পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা মিনু হক ও প্রধান বক্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার-এর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
সম্মাননা গ্রহণকালে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কারিনা চাকমা, ঐশী চাকমা, রূপা চাকমা, মুর্না চাকমা, ঝুমঝুমি চাকমা। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা-চট্টগ্রামের সভাপতি শারমিন হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হোসেন মধু।