
চট্টগ্রাম ৮-উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন- নির্বাচিত হলে- চান্দগাঁও, পাঁচলাইশ, বয়েজিদ ও বোয়ালখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসসহ শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত করা হবে। এছাড়াও নির্বাচনী এলাকার ন্যুনতম ১০ টি উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপ নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য সকলের নিকট উদাত্ত আহবান জানান।
১৬ এপ্রিল’ ২৩ রোববার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম ৮ উপ- নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বায়েজিদ থানার ৩নং ওয়ার্ড অক্সিজেন চত্ত্বর, রৌফাবাদ, আতুরার ডিপো, বারিক শাহ মাজার, আশেকানে আউলিয়া মাদ্রাসা, চালিতাতলী, ওয়াজেদিয়া, নয়াহাট এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন মুহাম্মদ ইমরান, নূরুল আবছার তালুকদার, রিয়াজ উদ্দিন বদরী, ফরিদুল হক, মোহাম্মদ হোসেন, মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ কাউছার, ছাত্রনেতা ফরিদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন রানা, রাশেদুল ইসলাম রাসেল, জাহেদুল ইসলাম জুয়েল, জিল্লুর রহমান, মুহাম্মদ মাসুদুল করিম, সাকিবুল ইসলাম জিসান, আবদুল জলিল, সাব্বির হোসেন, হাসানুল হক প্রমুখ।
Post Views: ৬৫