
চট্টগ্রাম ৮-উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন-এলাকার জনবহুল স্থান তথা বিভিন্ন শপিংমলের আশপাশে অপরাধীরা ওঁৎ পেতে থাকে এবং সুযোগ বুঝেই এরা নিরীহ জনসাধারণের উপর চড়াও হয়। ফলে এদের অশুভ শিকারে পরিণত হয়ে অনেকেরই সর্বস্ব খোয়াতে হয়। আবার স্কুল- কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এবং মহিলাদের অবাঞ্চিত ইভটিজিং এর শিকার হতে হয়। ফলে সাধারন এর যাতায়াত কোনভাবেই নির্বিঘ্ন হয়না। তাই নির্বাচিত হলে চুরি- ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি ও ইভটিজিং সহ যাবতীয় অপরাধপ্রবনতা রোধ এর মাধ্যমে জনসাধারণের নিরুপদ্রব যাতায়াত নিশ্চিতকরণে এলাকার জনবহুল স্পটসমূহ ক্রমান্বয়ে সি সি টিভি ক্যামেরার আওতায় আনার কার্যকর উদ্যোগ নেয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করে আসন্ন উপ নির্বাচনে তাঁকে চেয়ার মার্কায় ভোট দেয়ার জন্য উদাত্ত আহবান জানান।
৭ এপ্রিল’ ২৩ শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম ৮ উপ- নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন চান্দগাঁও, মোহরা, মৌলভীবাজার, কর্ণফুলি ও কামাল বাজার এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,- নির্বাচন পরিচালনা কমিটির সচিব মুহাম্মদ কাউসার, মাওলানা মোরশেদুল আলম, নুরুল আবছার, শহিদুল ইসলাম, ইসকান্দর, জালাল উদ্দীন, মাওলানা রফিক, কফিল উদ্দিন রানা, কামরুল হাসান শাকিল, মুহাম্মদ আবু জাফর, মুহাম্মদ কাউসার, আল আমিন, শহিদুল ইসলাম, কামরুল হাসান, আবু বকর, মুহাম্মদ রিয়াদ, জুয়েল, মাসুদ, প্রমুখ।
Post Views: ৬০