শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নিখোঁজ সংবাদ

নিখোঁজ সংবাদ

গতরাত ৫ আগস্ট আনুমানিক রাত ১১টার পটিয়া থানার মনসা চৌমুহনীর দারোয়ানের হাতে নিন্মোক্ত ছেলেটিকে পাচরিয়ার এক বাস ড্রাইভার দিয়ে যায়। জানতে চাইলে বলে যে, ছেলেটি পাচরিয়ার বাসে উঠে নতুন ব্রীজ পর্যন্ত গিয়ে গাড়ি থেকে না নামলে কোন খোঁজ না পেয়ে নিশ্চিত হয় যে ছেলেটি হারিয়ে গেছে।
তাই তিনি নিরুপায় হয়ে পরিচিত দারোয়ানের হাতে দিয়ে যায়।
ছেলেটি তার বাবার নাম বলছে মোঃ আলী আর মায়ের নাম বলছে লাকি। এ ছাড়া আর কিছুই বলতে পারছে না।
কোন স্বু-হৃদয় ব্যক্তি ছেলেটির সঠিক ঠিকানা পেয়ে থাকলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।
০১৮৬৮৬২৮৮৯৮/০১৮১৭৭১২২০১
দারোয়ানের নাম্বার ০১৮৩১৮৩২৮৬৫

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn