
নিখোঁজ সংবাদ
বোয়ালখালীর সন্তান ঢাকায় তিন দিন ধরে নিখোঁজ হয়েছে।
বোয়ালখালী পৌরসভার মুফতিপাড়ার মরহুম আব্দুর রহমান চেয়ারম্যানের একমাত্র সন্তান –
মোঃ মহিউদ্দিন আহমেদ, বয়স ৬৪ বছর,
মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন নাকি মেয়ে জানিয়েছেন, তিনি গত ৯মে ২০২৫ তারিখ ঢাকা উত্তরা ৯ নাম্বার সেক্টরের মসজিদে নামাজ পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেন নি, তিনি গত ৩ দিন ধরে নিখোঁজ।
নিখোঁজ সংক্রান্তে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে, জিডি নং-১০৮৭, তারিখ- ১১.০৫.২০২৫ খ্রি:।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি উনাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, অনুগ্রহ করে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন থানায় অথবা পরিবার সাথে।
আপনার একটি তথ্য আমাদের পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।
যোগাযোগ :
01320 098304
01783-716330
01533-027013
01829-322232
Post Views: ৫৭