
নিখোঁজ সংবাদ
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বিলপাড় এলাকার বাসিন্দা , মোঃ আমজাদ হোসেন এর ছেলে- মোঃ সাদ্দাম হোসেন (৩) শিশুটি গত- ১৩ এই মার্চ ২০২৫ এই রোজ বৃহস্পতিবার দুপুর ২. ০০ ঘটিকার সময় শিশুটির নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে শিশুটির সন্ধান পেয়ে থাকেন। দয়া করে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। যোগাযোগের জন্য- ০১৯২৭১৬২০৮৫.
Post Views: ৩২