
মাল্টিমিডিয়া অনলাইন নিউজপোর্টাল নিউজনাউ২৪ এর সম্পাদক ও প্রকাশক মো. মানিক বাবলু’র পিতা, লিয়া গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল হক চৌধুরী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।
শুক্রবার (৬ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বেসরকারি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আলহাজ্ব নুরুল হক চৌধুরী লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মরহুম ফয়েজ উল্লাহ আমিনের সন্তান। তিনি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
ইঞ্জিনিয়ার মোশাররফ মন্ত্রী থাকাকালীন সময়ে কলাউজানে মরহুমমের বাড়িতে আসার স্মৃতিচারণ করে দক্ষিণ চট্টগ্রামে কঠিন রাজনৈতিক সময়ে লোহাগাড়ার কলাউজানে আওয়ামী লীগের রাজনীতিতে নুরুল হক চৌধুরীর অবদান স্মরণ করেন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়াও, নুরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সাতকানিয়ার তৃণমূলের এই নেতা দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে মরহুমের অবদান স্মরণ করে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এছাড়া, গভীর শোক জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন।
শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পাঁচলাইশ থানার মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর তার গ্রামের বাড়ি কলাউজান সিকদার পাড়া জামে মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে নুরুল হক চৌধুরী পাঁচ ছেলে, চার মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর কৃষক লীগের সহ সভাপতি বিপ্লব মিত্র, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাছান মনসুর, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মো. ওসমান, সাংবাদিক নেতা মাসুদুল হক সহ মরহুমের পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
দ্বিতীয় জানাজায় চট্টগ্রাম দক্ষিণ জেলা, লোহাগাড়া-সাতকানিয়া উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।