বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে ২২শে মার্চ ও ২৩শে মার্চ,শনিবার ও রবিবার রুনি”র ডিজাইনকৃত পোশাক নিয়ে ঈদ এক্সিবিশন

নিউইয়র্কে ২২শে মার্চ ও ২৩শে মার্চ,শনিবার ও রবিবার রুনি”র ডিজাইনকৃত পোশাক নিয়ে ঈদ এক্সিবিশন

 

মেধার নেই কোন বিকল্প, উদ্দামতা নিয়ে নিজের অবস্থানকে প্রতিনিয়ত আরও সুদৃঢ় করে চলেছেন ফ্যাশন ডিজাইনার রুনি। শুভানুধ্যায়ী ও অনুসারীদের কথা ভেবে তৈরি করেন সময়োপযোগী নতুন ডিজাইনের পোশাক এবং তা ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরেন তার এক্সিবিশন গুলোতে।

উৎসব কিংবা উপলক্ষকে ঘিরে কোন পোশাকে নিজেকে অন্যের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা আনে,তা নিয়ে নেই অন্ত গবেষণার,আর এই গুরু দায়িত্বটুকু ফ্যাশন ডিজাইনার পালন করে যান নির্বিঘ্নে,তার মেধা দিয়ে । জন প্রিয় মুখ ডিজাইনার রুনি তাদেরই একজন।

ফ্যাশন ডিজাইন রুনি’র নেশা এবং পেশা, চলছে দুটোই সমান তালে তার পথচলায়।

আগামী ২২শে মার্চ,শনিবার দুপুর দুটো থেকে রাত বারোটা ও ২৩শে মার্চ,রবিবার দুপুর ১২ টা থেকে রাত বারোটা অবধি নিউইয়র্কেক জ্যামাইকার ‘জাশন’
পার্টি সেন্টার,(১৬৫-২৩ হিলসাইড আভিনিউতে)
মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার নানা রঙে অনেক যত্ন করে সাজিয়েছেন রুনি তার ডিজাইনকৃত পোশাক নিয়ে এই ঈদ এক্সিবিশন।

বিশাল এই আয়োজনে আপনাদের উপস্থিতি খুঁজে না পেলে সার্থকতা আসবেনা তার এই পুরো আয়োজন।

নিজের প্রতি আছে আত্মবিশ্বাস তাই ক্রেতা নিয়ে রুনি বিচলিত নয়, তবে তার সুপ্ত বাসনায় দর্শনার্থীদের প্রত্যাশা অনেক। বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছেন নিসার জানিল শুডডু ।

হাজারো ব্যস্ততার মাঝেও আপনাদের আন্তরিক একাত্মতায় রুনি’র নান্দনিক পথচলায় অনুপ্রেরণা যোগাবে নিঃসন্দেহে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn