মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ১৯ ও ২০ এপ্রিল

নিউইয়র্কে উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ১৯ ও ২০ এপ্রিল

 

নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নিউইয়র্ক পৌঁছাবেন ১৮ এপ্রিল। ১৯ ও ২০ এপ্রিল দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য রেমিট্যান্স ফেয়ারে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন তিনি। বাংলাদেশ—ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ—বাংলা বিজনিস লিংক যৌথভাবে এই মেলার আয়োজক। আর সহযোগী হিসেবে থাকছে— বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। দেশ গড়তে প্রয়োজন বৈধ পথে অর্থ পাঠানো এবং এই বৈধ পথ বা রেমিট্যান্সকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন এর উদ্যোক্তা বিশ্বজিত সাহা। এবারের মেলা নিউইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় অংশগ্রহণ করবে সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে— ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার। মেলায় থাকবে মানি এক্সচেঞ্জ নিয়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং ডিনার। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও থাকছে।
মেলায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ নিশ্চিত করেছেন, ড. হাবিবুর রহমান (ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক), মনোয়ার উদ্দীন আহমেদ (পরিচালক, বাংলাদেশ ব্যাংক), আব্দুল হাই সরকার (চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস), সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ (চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পিএলসি), ওবায়েদ উল্লাহ আল মাসুদ (চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি), নজরুল ইসলাম স্বপন (চেয়ারম্যান, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসি), মেহমুদ হোসেন (চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক পিএলসি), মনজুরুর রহমান (চেয়ারম্যান, পূবালী ব্যাংক পিএলসি), আব্দুল আজিজ (চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি), ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান (চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক পিএলসি), মতি উল হাসান (ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি), মোহাম্মদ আলী (ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি), তারেক রিয়াজ (ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি) প্রমুখ। এছাড়া বাংলাদেশ এবং আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলায় উপস্থিত থাকবেন।
মেলায় আর্থিক প্রতিষ্ঠানের স্টলে প্রবাসী বাংলাদেশীদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ থাকবে। এছাড়া নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি এক্সচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে।
রেমিট্যান্স নিয়ে এ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ, প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দ।
এই রেমিট্যান্স ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক বণিক বার্তা, অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাপ্তাহিক ঠিকানা, একাত্তর টিভি ও নিউইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। ১৯ ও ২০ এপ্রিল যথাক্রমে শনিবার এবং রবিবার, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন বিনা টিকেটে।
১৯ এপ্রিল নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ উদ্বোধনের পরদিন ২০ এপ্রিল বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে গভর্নর ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn