বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহিণীর!

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহিণীর!

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাছলিমা বেগম উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের আহাদ মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়ায়। নিহত তাছলিমা দুই শিশু সন্তানের জননী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন তাছলিমা। ঘটনার দিন উঠুনের উপর ঝুলন্ত তারে ভেজা কাপড় শুকাতে দিতে যান তাছলিমা। এমন সময় তারে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাতরতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া বলেন, তাছলিমা বাবার বাড়িতে বেড়াতে আসছিলেন। কাপর শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার দুটি শিশু সন্তান রয়েছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn