শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

নাসিরনগরে ডাকাতের হামলায় নিহত ১

নাসিরনগরে ডাকাতের হামলায় নিহত ১

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় রওশন মিয়া(৩৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে (১লা মার্চ)রওশন মিয়ার মৃত্যু হয়।
নিহত রওশন মিয়া ওই গ্রামের মৃত হীরন ফকিরের ছেলে।নিহত রওশন আলী সাত সন্তানের জনক।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খায়রুল আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে উড়িয়াইল নামক স্থানে রওশন আলীর বাড়িতে ১০/১২জনের একটি ডাকাত দল ডাকাতির জন্য আক্রমণ করে। ডাকাত দল রওশন আলীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা আর্ত চিৎকার শুরু করলে ডাকাতরা রওশন আলির পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতদল তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের উপর হামলা চালায়।হামলায় রওশন আলী ও তার স্ত্রী আছমা বেগম গুরুতর আহত হন।

এ সময়ে রওশন আলীর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা রওশন মিয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।এরপর সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পিজি হাসপাতালে প্রেরণ করে এবং শুক্রবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রওশন আলির মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খায়রুল আলম জানান, রওশন আলী নামে একজন নিহত হয়েছে। পরিবারের সাথে কথা বলে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn