বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নালায় পরে হারিয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার ১৭ ঘন্টা পর

দীর্ঘ ১৭ ঘণ্টার অভিযান শেষে চট্টগ্রামে নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামের নিখোঁজ হওয়া ১৮ মাস বয়সের শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ ২৮ আগস্ট সকালে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু ইয়াছিন আরাফাত নগরীর রঙ্গীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
গতকাল ২৭ আগস্ট রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় কে এম হাশেম টাওয়ারের পাশে নালায় নিখোঁজ হয় শিশুটি।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে অথবা রাস্তায় হাঁটতে গিয়ে শিশুটি সেখানে পড়ে যায়।
প্রাথমিক অবস্থায় শিশুটি কীভাবে ড্রেনের কাছে গেলো সেটি এলাকার সিসিটিভি ফুটেজ দেখে জানার চেষ্টা চলছে বলে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার শফিকুল ইসলাম জানান। পরবর্তীতে রাতে তিনি জানান, ওই শিশুর নালায় পড়ে যাওয়ার স্থানটি সিসিটিভির আওতার বাইরে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn