
“নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান “- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
“মাহে রমজান দিচ্ছে ডাক- জুলুম পীড়ন নিপাত্ যাক” এই শ্লোগানকে সামনে রেখে, আন্তর্জাতিক নারী বর্ষ – ২০২৫: উপলক্ষ্যে কিশোরগঞ্জের ,কটিয়াদীর ,মানিকখালী, মন্ডল ভোগে কবি মোঃ ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবন প্রাঙ্গনে ০৮ মার্চ, ২০২৫ খ্রি: শনিবার বিকালে “নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলামের অবদান “- শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানটির মুল আয়োজক ছিলেন জাগো নারী ফাউন্ডেশন ,কিশোরগঞ্জ জেলা শাখা। জাগো নারী ফাউন্ডেশন- কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক কবি বে-নজির জামান ( পঙক্তি)’র সভাপত্তিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন যুদ্ধ, বৈষম্য বিরোধী গণমানুষের কবি অধ্যাপক মো : ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ডঃ মোহাম্মদ আব্দুল আজিজ লন্ডন প্রবাসী শিশু রোগ বিশেষজ্ঞ ও জিপি ন্যাশনাল হেলথ সার্ভিস ইউ কে। বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ জেনারেল সেক্রেটারি ফ্রেন্ডস অফ বাংলাদেশ ইউনাইটেড কিংডম।
ভাচুর্য়ালের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন নুরু উন নাহার মেরী,জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সভাপতি , লেখক, মানবাধিকার সংগঠক ও নারী জাগরণের নেত্রী, ভার্জিনিয়া, আমেরিকা।
প্রধান আলোচক হিসেবে
ভাচুর্য়ালে বক্তব্য রাখেন স্বর্ণপদক কবি ইলোরা সোমা। আজার বাইজানের বিশিষ্ট কবি মানবাধিকার সংগঠন নারী নেত্রী ড.কবি নিগার রহমতুল্লাহ কালিলোভা, কলিকাতা পশ্চিম বঙ্গ ভারতের বিশিষ্ট নজরুল কন্ঠ শিল্পী ড.দিপা দাশ।
বিশেষ আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশনের লন্ডন যুক্ত রাজ্য শাখার সভাপতি, শিক্ষাবিদ, শিক্ষক ও নারী নেত্রী নাছরিন আজিজ ডলি,কেন্দ্রীয় পরিচালক আন্তর্জাতিক বিষয়ক জাগো ফাউন্ডেশন, বিশিষ্ট সমাজসেবক,
নারী অধিকার সংগঠক,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব লেখক, লন্ডন, যুক্তরাজ্য। আবু সালেহ আহমদ,সিলেট বিভাগীয় সভাপতি, ইউএস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম। কবি আব্দুল গনি মিয়া ,সভাপতি : বাংলাদেশ গন শান্তি পার্টি ( বিপিপিপি), চেয়ারম্যান : শত দলীয় মহা মহাজোট, ঢাকা। অধ্যক্ষ ফারাহ জামান ( জ্যোতি),ব্যবস্থাপনা সম্পাদক : দাবানল ( The Blast Of Fire) বাজিতপুর, কিশোরগঞ্জ। রাবেয়া খাতুন, লেখক ও নারী নেত্রী, ঢাকা। সৈয়দা কানিজ ফাতেমা শিরীন জনপ্রতিনিধি , নারী নেত্রী,মন্ডলভোগ, কটিয়াদী, কিশোরগঞ্জ। কবি আফসার আশরাফী সম্পাদক : ঈশাখাঁ সংবাদ, পাকুন্দিয়া, কিশোরগন্জ। মো: মফিদুল ইসলাম সরকার, সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত, পীরগাছা,রংপুর,
বিশিষ্ট শিক্ষাবীদ বিএনপির নেতা আব্দুল কাইয়ুম ভুঁইয়া (গঙ্গা চেয়ারম্যান), অনুষ্ঠানটি পরিচালনা করবেন : মো: তাজ উদ্দিন ভূঁইয়া বিশিষ্ট যুব সংগঠক ও নেতা। হাসিনা পারভীন (হাসি)’, সাবেক কাউন্সিলরার ও প্যানেল মেয়র, বাজিত পুর, এবং সমাজ সেবক আলহাজ্ব মনু মিয়া প্রমুখ এসময় বক্তব্য রাখেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো: কামরুজ্জামান এবং হুসনা আক্তার , সম্পাদক : জাগো নারী ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা শাখা।