শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে খান ফাউন্ডেশনের মতবিনিময়

গত ২৪ মে চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে খান ফাউন্ডেশন আয়োজিত এস ডি সি আর্থিক ও হেলভেটাস এর কারিগরি সহযোগীতায় স্থানীয়সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবার মানউন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের, উপপরিচালক মাধবী বড়ুয়া, সমাজসেবা অফিসার যোবায়ের আলম, পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ডাঃ ছেহেলী নার্গিস, মেট্রো কৃষি অফিসার রোজিনা আকতার,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ফারহানা রহমান। উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মুক্তার বেগম। সভার ধারনা পত্র পাঠ করেন অপরাজিতা বিবি গোল জান্নাত। সভায় স্থানীয় সেবাপ্রদানকারী কমিটিতে নারীর অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন সীতাকু- মিরসরাই আনোয়ারা ও বোয়ালখালী উপজেলা সহ মোট ৩৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের এডভোকেসি এ্যান্ড নেটওয়ার্কিং কো-অর্ডিনেটর ইসমত আরা ইয়াসমিন, জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর আসাদুজ্জামান লিওন, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ফারুক মিয়া, ফিল্ড কো-অর্ডিনেটর মোসাঃ বিলকিস সুলতানা। উপস্থিত অথিতিরা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এই ধরনের কর্মসূচির আয়োজনকে স্বাগত জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn