সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার!

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার!

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ২ কিলো মিটার দক্ষিণ-পূর্ব দিকে দেড় নাম্বার নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে  বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে সীমান্ত পর্যবেক্ষণ জারি রাখলে একপর্যায়ে ৬ জন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতারিয়ে বাংলাদেশ-মিয়ানমার
সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়।
টহল উক্ত এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে তিনটি ব্যাগের ভিতর থেকে ২ লক্ষ ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) উদ্ধার করা হয়।
টহলদল উক্ত এলাকায় সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn