শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নানিয়ারচরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

 

সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের আওতায় রাঙ্গামাটির নানিয়ারচরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের রাঙামাটি আহ্বায়ক মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি ছিলেন নানিয়ারচর জোন প্রতিনিধি সার্জেন্ট শেখ মুরাদ হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. জুলফিকার আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম মুন্না, নানিয়ারচর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাকির হোসেন, নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম ও সাংবাদিক লিয়াকত হোসেন লিমন। সিলেট চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও জেলা সমন্বয়ক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রুশনারা বেগম, নাসিমা আক্তার, আব্দুল মালেক, ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে ফেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্যরা বলেন, সিলেট-চট্টগ্রাম ফেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম নানিয়ারচরের সন্তান। আমরা ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় মানবিক কাজ করে থাকি। প্রতিষ্ঠাতা সভাপতির উদ্যোগে আজ আমরা একশত কম্বল বিতরণ করছি নানিয়ারচরে। আগামীতে আমরা এই এলাকায় বৃহৎ পরিসরে মানবিক কাজ করতে চেষ্টা করব। বক্তব্যে সার্জেন্ট মুরাদ জানান, নানিয়ারচরে এমন মানবিক সহায়তা যেন আরো বেশি করে হয় আপনারা তেমন উদ্যোগ গ্রহণ করবেন। সামাজিক উন্নয়ন, নিরাপত্তা ও সেবামূলক কাজে নানিয়ারচর জোন সর্বদা আপনাদের পাশে থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn