নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তমের জন্মদিন
দিনাজপুরের নানা আয়োজনের মধ্যে দিয়ে এবং কবি সাহিত্যিক ও গবেষকদের মিলনমেলার মাধ্যমে গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে ‘গ্লোরিয়াস লাইব্রেরি’ ওয়ার্ল্ড পিস অব পোয়েটস গ্রুপ এর আয়োজনে এবং প্রেসক্লাব সাহিত্য ও পাঠাগার বিভাগের সহযোগিতায় কেক কেটে, কবিতা আবৃত্তি ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম এর জন্মদিন পালিত হয়েছে।
গ্লোরিয়াস লাইব্রেরি’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট কবি মেহেনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লাল মিয়া। সম্মানীত আলোচ্যক হিসেবে আলোচনা করেন কবি ও বিশিষ্ট উপন্যাসিক লায়লা চৌধূরী, সাহিত্যিক ও কলামিষ্ট মোঃ কায়ছার আলী, বিশিষ্ট ছড়াকার মোঃ মোমিনুল ইসলাম, কবি কাশী কুমার দাস, কবি অদিতি রায়, কবি লাজু রহমান, কবি মামুনুর রহমান, মান্নাফ রহমান, আয়েশা সিদ্দিক আঁখি ও গ্রীণ ভয়েজ দিনাজপুর সরকারী কলেজের সাংগঠনিক সম্পাদক ফারহান ফাহাদ। শেষে কবিতা আবৃত্তির জন্য বিজয়ীদের মাঝে মেডেল ও বই পুরষ্কার হিসেবে প্রদান করা হয়। সভার শুরুতে ভিডিও কল এর মাধ্যমে ড. জাহাঙ্গীর আলম রুস্তম বলেন, কবি সাহিত্যিকদের ভালোবাসায় ফসল হিসেবে সারা দেশে একজোগে আমার জন্মদিন পালন করছে। এটা শুরু আমার একার নয় সকল কবি সাহিত্যিক ভাই-বোনদের মূল্যায়নের একটি প্রতীক। সমাজের কাছে আমার ম্যাসেজ হচ্ছে সাহিত্য হোক মানবতার কল্যাণে।