শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

“নাটোরে নানা আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত”

 

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়ায় ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিংড়া আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, মহিলা দলের সভাপতি সুফিয়া হক, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তারা বলেন দেশ আজ এক কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। সকল জিয়ার সৈনিকদের তার আদর্শকে বুকে ধারন করে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদ সরকার কে পতন ঘটাতে হবে। তবেই জিয়ার ১৯ দফার বাস্তবায়ন সম্ভব হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn