নাজিরহাট পৌরসভা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গত ১০ জুন ঐতিহ্যবাহী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক দয়াল রায়, দিলিপ নম ও বিশ্বনাথ বণিক। নির্বাচনে ৭৭ জন ভোটারদের মধ্য ৬৯ জন ভোটার সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফটিকছড়ি উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় বৈষ্ণব ও সাধারণ সম্পাদক রতন চৌধুরী, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কাজল শীল, সহসভাপতি সুজিত চক্রবর্ত্তী, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, লিটন পাল, বাচ্চু ঘোষ, ভূজপুর থানা পূজা পরিষদের সভাপতি লিংকন চক্রবর্ত্তী, জন্মাষ্টমী পরিষদের সভাপতি শিমুল ধর, বাগীশিকের সভাপতি সুমন বণিক, সহসভাপতি মানস চক্রবর্ত্তী, উপজেলার অর্থ সম্পাদক রবিন পাল, সাংগঠনিক সম্পাদক রুপন ভৌমিক, মানবতার হাসিমুখ পরিষদের আহবায়ক সজল পালসহ অনেকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নাজিরহাট পৌরসভা পরিষদের সভাপতি আশীষ চক্রবর্ত্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আদিত্য দাশের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক দয়াল রায় ভোটের ফলাফল ঘোষণা করেন। প্রদীপ রায় ৫৪ ভোট পেয়ে সভাপতি, ৬২ ভোট পেয়ে সৌরভ পাল সাধারণ সম্পাদক ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় হাজারী অর্থ সম্পাদক নির্বাচিত হন। এই সময় আরো উপস্থিত ছিলেন ডা. উজ্জ্বল পাল, প্রাণেষ চক্রবর্ত্তী, হরিলাল নাথ, বিপ্লব খাস্তগীর, মনিরাজ কর, সাগর দে, লিংকন পাল প্রমুখ।