বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নাজিরহাটে  নিখোঁজের ৪ দিনেও গৃহবধূর সন্ধান মিলেনি

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ খাছ মোহাম্মদ তালুকদার বাড়ীর মোঃ দিদারুল আলমের মেয়ে  সুমা আকতার ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।

শুক্রবার ( ৪ আগস্ট) সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়।  তার ১৮ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিখোঁজে পারিবার সব জায়গায় খোঁজেও এখন পর্যন্ত  হদিস মিলাতে পারেনি।

নিখোঁজের পরিবার সকলের  প্রতি বিনীত অনুরোধ করেছেন। যদি কেউ নিখোঁজের তথ্য  পেয়ে থাকেন  নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন
যোগাযোগঃ- ‪01863-312888‬ ও 01881-123347

পোস্টটি শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn