বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক

না‌জিরপুরে ২ রোহিঙ্গা যুবককে আটক

 

পিরোজপু‌রের না‌জিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ‌্যার দিকে না‌জিরপুর থানা পু‌লিশের এসআই স‌রোয়ার হো‌সেন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার না‌জিরপুর টু গোপালগঞ্জ মহাসড়‌কের চিথ‌লিয়ায় সঙ্গীয় ফোর্স নি‌য়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের আটক করা হয়।
আটক হওয়ারা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলীর ছেলে মনির আলম (৪০) এবং একই ক‌্যা‌ম্পের জাহিদ হোসেনের ছেলে মো. শ‌ফিক (২১)।
রাত ৮টার দি‌কে না‌জিরপুর থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তারা কী উদ্দেশ্যে আসছেন বা কারা এনেছেন সে বিষয় এখনো নি‌শ্চিত করা যা‌চ্ছে না। ত‌বে খতিয়ে দেখা হচ্ছে কা‌দের মাধ‌্যমে এখা‌নে এসে‌ছে এবং কেন আস‌ছে। আমরা তা অচিরেই খুঁজে বের করতে পারব বলে আশা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn