
নাগেশ্বরীতে কথিত চাঁদাবাজ সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রকৃত সাংবাদিকদের উদ্যোগে ২৯ মার্চ প্রেসক্লাবের সামনে কথিত চাদাবাজ সাংবাদিক আলমগীর হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজীসহ ও নাগেশ্বরী উপজেলার প্রকৃত সাংবাকিদকদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় করার প্রতিবাদ ও তার গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি মজিবর রহমান, মোহনা টিভির প্রতিনিধি ওমর ফারুক হোসেন, এশিয়ান টিভি ও দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, এটি এন নিউজের প্রতিনিধি এমএস সাগর, চ্যানেল এসের প্রতিনিধি আব্দুস ছালাম,নয়া দিগন্তর প্রতিনিধি খলিলুর রহমান, আজকের বাংলার প্রতিনিধি জাহীদ খান,কালবেলার প্রতিনিধি আব্দুল মোমেন, সময়ের কাগজের প্রতিনিধি রফিকুল ইসলাম রনজু, সাংবাদিক মিন্টুসহ বিভিন্ন টিভি ও পত্রিকার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।