
নাগেরবাজার ট্রাফিক গার্ড ও দক্ষিণ দমদম পৌরসভার যৌথ উদ্যোগে ফুটপাত দখল মুক্ত অভিযান
আজ ২৪ শে মার্চ সোমবার, সকাল থেকেই শুরু হয় নাগেরবাজার ট্রাফিক গার্ড ও দক্ষিণ দমদম পৌরসভার যৌথ উদ্যোগে, দমদম স্টেশন থেকে হনুমান মন্দির পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালায়।
দমদম স্টেশনের আন্ডার পাস থেকে ফুটপাতের দুধারে দোকান বসে সাধারণ মানুষের যাতায়াতের খুব সমস্যার সৃষ্টি করছিল, সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারছিল না, ফুটপাত পাত দখল মুক্ত করতে এই অভিযান, উৎপাত দখলের ফলে যানজটের সৃষ্টি হচ্ছিল,
এই অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার জনস্বাস্থ্য বিভাগের কর্মীরা ও নাগেরবাজার ট্রাফিক গার্ডের টিআই রঞ্জন রুদ্র উপস্থিত ছিলেন, এসপি দমদম ট্রাফিক ও অন্যান্য অধিকারীকরা।
তাহারা বলেন ফুটপাতকে দখলমুক্ত করলে সাধারণ মানুষের উপকার হবে ,এই ফুটপাথকে দখলমুক্ত করার ব্যাপারে নাগেরবাজার ট্রাফিকের আধিকারিকরা জানালেন , এই ফুটপাত দখল মুক্ত অভিযান আগামীকালও চলবে। যাতে সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাফেরা করতে পারেন।