সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

নলছিটি ও রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নলছিটি ও রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি উপাধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল ও নলছিটি থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি ইকরামুল করিম মিঠু মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত করিম ও সাবেক সদস্য মল্লিক মনিরুজ্জামান। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আমির হোসেন, মাওঃ আঃ কুদ্দুস, মাওঃ রেজাউল করিম ও তপন কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মী ও নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যে একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা চত্বরের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে দুপ্রক সহ সভাপতি মুসতাকিম বিল্লাহ, দুপ্রক সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সদস্য ফারুক সিদ্দিকি,রাজাপুর উপজেলা কালবেলা প্রতিনিধি গোপাল কর্মকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn