নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচন
নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নির্বাচন- ২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হয়। রোজঃ-শনিবার
২৬ই অক্টোবর ২০২৪ খ্রিঃ
চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী হয়েছেন, সভাপতি পদে আলতাফ হোসেন ,সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ ,নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মোঃ মাইনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। নরসিংদী জেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে সভাপতি পদে আলতাফ হোসেন ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলহাস ভুঁইয়া পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে খালেদ মাহমুদ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন পান ২৮ ভোট।
নবনির্বাচিত সভাপতি আলতাফ হোসেন বলেন, “সচিবরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের উন্নয়ন এবং দাবি-দাওয়া আদায়ের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।”
সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ তার বক্তব্যে বলেন, “আমি সর্বস্তরের সচিবদের ভাগ্য উন্নয়নে কাজ করব এবং দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে চাই। সবার সাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে চাই।”
এই নির্বাচনের মাধ্যমে নরসিংদী জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ তাদের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছেন, যা আগামী দিনগুলোতে তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।