সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রী ধর্ষণকারী আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব ১১

নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রী ধর্ষণকারী আসামিকে গ্রেফতার করেছেন র‍্যাব ১১

 

নরসিংদীর শিবপুর বাগাব ইউনিয়ন সোনাইমুড়ী টেকে চাঞ্চল্যকর ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে, ধর্ষণ মামলার, পলাতক আসামি নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে গ্রেফতার র‍্যাব ১১। গ্রেফতারের বিষয়টি শুক্রবার সকালে সাংবাদিকদের নিশ্চিত করেন, নরসিংদীর সিপিএসসি কার্যালয়ের উপ পরিচালক মেজর ইবনে আলম।
তিনি জানান,বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ,জঙ্গি দমন,অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার,চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর, পশ্চিম বাজার এলাকা থেকে, নরসিংদীর শিবপুরের বারো বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নারায়ন পালকে গ্রেফতার করেন। ধর্ষনের পর হতে সে আত্বোগোপনে ছিলো, মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করেন র‍্যাব ১১।
উল্লেখ্য গত ৮ এপ্রিল নরসিংদীর শিবপুরের সোনাইমুড়ী এলাকায় আম কুড়াতে গিয়ে, ধর্ষিত হয় ১২ বছরের মাদ্রাসা পড়ুয়া এক কিশোরী। পরে ৯ এপ্রিল ধর্ষিতার বাবা বাদী শিবপুর থানায় মামলা রুজু করেন।এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ১০ এপ্রিল রাতে ধর্ষণকারী নারায়ন পালের বসত বাড়ি ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn