শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের লামপুর গ্রামের প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত কাওসার মীর (রিপন) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) রাতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার রহিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সে যোশর ইউনিয়নের সৃষ্টিঘর হাজী বাগান এলাকার মীর বাড়ীর বিল্লাল মীরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ওসি মোঃ আফজাল হোসাইন বলেন, ডাকাতির ঘটনায় গত শুক্রবার রাতে জেল পলাতক কুখ্যাত ডাকাত আতিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কিশোরগঞ্জের হোসেনপুর থেকে ডাকাত সদস্য কাউছার মীরকে গ্রেপ্তার করি। তার নিকট থেকে ডাকাতি করে নেয়া একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয় এবং ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ৪ মে রবিবার মধ্যরাতে শিবপুর উপজেলার লামপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী লুৎফর রহমানের বাড়িতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ২৫ লাখ টাকার পন্য সামগ্রি নিয়ে যায়। ঘটনার পরদিন লুৎফরের পিতা রুহুল আমিন ডাক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মা-মলা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn