বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত ও প্রতারক চক্র গ্রেফতার

নরসিংদীর শিবপুরে জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত
ও প্রতারক চক্র গ্রেফতার

 

নরসিংদীর শিবপুর থানা বাঘাব ইউনিয়ন লামপুর গ্রামের মোঃ রুহুল আমিনের বাড়িতে গত ৫/৫/২৫ ইং দিবাগত রাত তিনটার সময় ১০-১২ জনের একটি ডাকাত দল প্রায় আধা ঘন্টা ডাকাতি করে স্বর্ণালংকার ও তিনটি মোবাইলসহ ২৪ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায়,মর্মে রুহুল আমিন বাদী হয়ে শিবপুর মডেল থানা এজাহার দাখিল করেন। বাদী এজহারের প্রেক্ষিতে শিবপুর মডেল থানার মামলার নং ৭(০৫)২৫ ইং ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলা রুজু করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় জড়িত জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত আতিক ভূঁইয়া (৩০) পিতাঃ হান্নান ভূঁইয়া সাং লাখপুর থানাঃ শিবপুর কে, শিবপুর মডেল থানা পুলিশ ডাকাতির লুন্ঠিত আংশিক মালামাল সহ গ্রেপ্তার করতে সক্ষম হন। শিবপুর মডেল থানার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে সরকার অনুমোদন বিহীন ভুয়া বাণিজ্যিক নাম ব্যবহার করে লটারি কুপন নিম্নমানের বিভিন্ন পণ্য সরবরাহের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসিতেছে মর্মে যাদব চন্দ্র দাস অভিযোগ করিলে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করিয়া ১/ পারভেজ (২২) পিতাঃ আমিনুর রহমান ২/ রাকিবুল হাসান (৩২) পিতাঃ ফারুক মুন্সি ৩/ হৃদয় (২৬) পিতাঃ রিপন মুন্সী সর্ব সাং বাঁশবাড়িয়া। ৪/ লিটন (৩৬) পিতাঃ জয়নাল মৃধা ৫/ আবুল হাসান (৩৪) মকসুদ পুর । ৬/ রাসেল আহমেদ ,পিতাঃ বিল্লাল আহমেদ সাং ছোবহানপুর , থানাঃ চাঁদপুর মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে প্রতারণা বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় এ বিষয়ে শিবপুর মডেল থানা মামলা দায়ের করা হয়েছে, মামলার নং ১১(০৫)২৫ ইং ধারা ৪২০/৪৮৩/৪০৬ পেনাল কোড। উক্ত গ্রেপ্তারের ঘটনায় শিবপুরের এ এস পি সার্কেল মোঃ রায়হান সরকার ও শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন এবং অন্যান্য কর্তব্যরত অফিসারদের প্রতি শিবপুরের সচেতন মহল কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn