বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নরসিংদীর শিবপুরে ছিনতাইকারীর ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে জনতা

নরসিংদীর শিবপুরে ছিনতাইকারীর ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ ১জনকে আটক করেছে জনতা

 

নরসিংদীর শিবপুরে ২ ইং জুন সোমবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের পাশে ঘাশিরদিয়া এলাকায় ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছেন স্থানীয় জনতা। আটক ছিনতাইকারীর নাম সুমন হোসেন, সে নারায়ণগঞ্জের রূপগন্জ উপজেলার মাওয়া এলাকার আবু তাহেরের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, বেসরকারি সংস্থা আশা এনজিওর শিবপুরের কুন্দারপাড়া জোনাল ব্রাঞ্চ এর ম্যানেজার শাহজাহান কবির অফিস থেকে মোটরসাইকেল যোগে নরসিংদী যাওয়ার পথে ঘাশিরদিয়া এলাকায় পৌছালে পিছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে তিন ছিনতাইকারী আক্রমন করে। এসময় শাহজাহান কবিরকে মারধর করলে ওনার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে সুমন হোসেন নামের এক ছিনতাইকারী ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করে শিবপুর ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ এর হাতে তুলে দেন জনতা। অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। ছিনতাইকারীর নাম সুমন হোসেন । ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল শিবপুর মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করে হাইওয়ে পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn