সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

নরসিংদীর টিসিবির চাউল বিক্রি করায় নিয়মিত মামলা আটক ৩০

নরসিংদীর টিসিবির চাউল বিক্রি করায় নিয়মিত মামলা আটক ৩০

 

নরসিংদীর বাজারে টিসিবির ৩০ বস্তা চাউল বিক্রি করতে গেলে জনতা হাতে আটক হন ৩০ বস্তা চাউল সহ ব্যাটারি চালিত অটো রিক্সা। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ৩০ বস্তা চাউল জব্দ করিতে সক্ষম হন । জানা যায় আলিয়া এন্টারপ্রাইজ এর মালিক সাদ্দাম হোসেন উরফে হৃদয় নরসিংদীর বাজারে অবৈধভাবে টিসিবির চাউল বিক্রি করে আসছিল, ১ ডিসেম্বর রোববার রাতের খবর পেয়ে নরসিংদীর সদর উপজেলা নির্বাহী অফিসার নরসিংদীর বড় বাজার থেকে আটককৃত ৩০ বস্তা টিসিপির চাউল জব্দ করেন । জানা যায় আলিদা এন্টারপ্রাইজ এর মালিক সাদ্দাম হোসেন উরফে হৃদয় নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। রোববার রাতে ব্যাটারিচালিত অটোরিকশায় নরসিংদী বড় বাজারে চাউল বিক্রি করতে গেলে জনতার হাতে ধরা পড়েন হৃদয়। এ সময় তিনি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন খবর দিলে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে টিসিপি র ৩০ বস্তা চাউল জব্দ করেন। এ বিষয়ে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন বলেন, টিসিবির চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বাজারে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চালগুলো জব্দ করি। এ ঘটনায় ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ ব্যাপারে সচেতন মহল বলেন, নরসিংদীর জেলায় সকল টিসিবি ডিলারদের প্রতি লক্ষ্য রাখা এবং টিসিবির পর্নের তালিকা প্রতিটি গ্রামে প্রকাশ করা ও টিসিবির পূর্ণ বিতরণের সময় লক্ষ্য রাখা উচিত ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn