বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ৪ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

নরসিংদীতে ৪ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

 

নরসিংদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। আগামী ১৫ ইং মার্চ সকাল থেকে ১ হাজার ৭৬৮টি কেন্দ্রে ৬-১১ ও ১১-৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। অদ্য ১২ মার্চ ২০২৫ ইং বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয় এর হল রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম।তিনি জানান প্রতি ৬ মাস পর ভিটামিন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্ভূত পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতীব জরুরি। এ কারণে সকল কর্মীকে যথাযথ দায়িত্বশীল হওয়ার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্বের সঙ্গে ভিটামিন খাওয়াতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn