
নয়াদিল্লি রেল স্টেশনে কুম্ভগামী পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮, আর্থিক সাহায্যের ঘোষণা
পুণ্যার্থীদের অনিয়ন্ত্রিত ভিড়, গুজব, অব্যবস্থা। নয়াদিল্লি রেল স্টেশনে সার্বিক ” সিস্টেম ফেলিওরে” এর জেরে চলে গেল অন্তত ১৮টি তাজা প্রাণ। শনিবার (১৫ ফেব্রুয়ারি ) রাতে ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে হুড়োহুড়ি এবং পদপিষ্ট হওয়ার ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১১ জন মহিলা এবং ৪জন শিশু রয়েছে। আহত অবস্থায় বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যায়, শনিবার ( ১৫ ফেব্রুয়ারি ) রাতে মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশন থেকে ট্রেন ধরতে ভিড় জমিয়ে ছিলেন শয়ে শয়ে যাত্রী। গন্তব্যে যাওয়ার জন্য ট্রেন আসতে দেরি হচ্ছিল। তখন গুজব ছড়ায় ২টি ট্রেন বাতিল করা হয়েছে। যদিও রেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কোনও রকম ঘোষনা করা হয়নি বলেই দাবি। এই অবস্থায় ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড়ের চাপ ব্যাপকভাবে বেড়ে যায়। পরিস্থিতি মুহুর্তের মধ্যে ভয়াবহ আকার ধারন করে। প্রথমে অসুস্থ হয়ে পড়েন ৪ জন। হুড়োহুড়ি আরও বাড়তে থাকে। পদপিষ্ট হয়ে আহত হন বহু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেল সূত্রে প্রকাশ, প্রবল ভিড়ের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে ২টি কুম্ভগামী ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে প্রয়াগরাজ এক্সপ্রেস দেখামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে সেই ট্রেনে উঠতে যান। ফলে দুর্ঘটনাটি ঘটে যায়। খবর পেয়েই রেল পুলিশ এবং দিল্লি পুলিশের দল নয়াদিল্লি রেল স্টেশনে যায়। কিন্তু তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগেই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ” পদপিষ্টের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ক্ষতিগ্রস্তদের পাশে আছে প্রশাসন।” রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ওই ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল। মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২লক্ষ ৫০ হাজার টাকা এবং যাদের আঘাত সামান্য, তাঁদের ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।
Post Views: ৩৮