
নমোর বার্তাঃ জঙ্গিদের জায়গা দিলে ভারত বুঝে নেবে
” যত বার পাকিস্তানে আশ্রয় নেবে জঙ্গিরা ততবারই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের সমূলে তুলে ফেলবে ভারত। মঙ্গলবার (১৩ মে) ভারতের পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে ফের একবার পাকিস্তানকে খুব সহজ ভাষায় ভারতের উদ্দেশ্য বোঝালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই নিয়ে দ্বিতীয়বার পড়শি দেশের জন্য নমোর বার্তা, জঙ্গিদের জায়গা দিলে ভারত বুঝে নেবে। বায়ুসেনাদের উদ্দেশে তিনি আরও বলেন, ” আমাদের লক্ষ্য ছিল সন্ত্রাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। কিন্তু পাকিস্তান ষড়যন্ত্র করে আমাদের হামলা আটকাতে যাত্রীবাহী বিমানকে ঢাল করে। যাত্রীবাহী বিমানকে বাঁচিয়ে আপনারা যেভাবে অপারেশন চালিয়েছেন সেটা অত্যন্ত কঠিন ছিল। তা সত্ত্বেও আপনারা সফল হয়েছেন।” পাকিস্তান যে আদমপুর বিমানঘাঁটি ধ্বংস করার দাবি করেছিল। এদিন সেই বিমানঘাঁটিতে গিয়েই বায়ুসেনাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মোদি। পাশাপাশি ভারতের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস- ৪০০কে ধ্বংস করার দাবি করেছিল পাকিস্তান, সেই এস ৪০০ বা সুদর্শন চক্রকে পেছনে রেখেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এতে বিশ্বের কাছে বার্তা একটাই ভারতের কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান, পারবেও না।