
নবনির্বাচিত ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদ সংবর্ধিত
সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ, সূর্যগিরি আশ্রম সার্বজনীন পুজা উদযাপন পরিষদ, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের যৌথ উদ্যোগে ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সদস্যদের এক সংবর্ধনা অনুষ্ঠান ফটিকছড়ি উপজেলা মিলনায়তনে সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ, অর্থ সম্পাদক জয়পদ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক রূপন ভৌমিক। এসময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, টিটু চৌধুরী, ধীমান দাশ, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, রতন আচার্য্য, রূপনা আচার্য্য, মানিক বড়ুয়া, অর্চ্চণা রাণী আচার্য, শিপ্রাবসু মল্লিক, ঝুমুর সর্দার, সোনারাম আচার্য্য, লুনা বিশ্বাস, সুপ্লভ দত্ত, সজীব শীল প্রমূখ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ফটিকছড়ি পুজা উদযাপন পরিষদের কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।