
মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রাম – ২ ফটিকছড়ি আসনের নবনির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে গণসংবর্ধনা দিয়েছে ফটিকছড়ি পৌরসভা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংঘটন।
শনিবার(২০ জানুয়ারি)রাতে পৌরসদরে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।
এসময় নব নির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক শান্তিময় ফটিকছড়ি গড়ে তুলার ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন মহুরী, জেলা পরিষদের সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ,উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতেয়ার সাইদ ইরানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন থেকে নবনির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় আব্দুল মন্নান সহ ফটিকছড়ি পৌরসভার চারজন সিআইপিকে সংবর্ধিত করে ক্রেস্ট তুলে দেন খাদিজাতুল আনোয়ার সনি।পরে আমন্ত্রিত শিল্পীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।