সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নবজাতক শিশুর লা*শ নিয়ে সংবাদ সম্মেলন

‎দুমকীতে নবজাতক শিশুর লা*শ নিয়ে সংবাদ সম্মেলন

 

‎ জমাজমির বিরোধে পটুয়াখালীর দুমকী উপজেলায় রুমা বেগম(৩০) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

‎আজ বৃহস্পতিবার(১০ মার্চ) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মিয়া বাড়ি এলাকায় ওই গৃহবধূর ভাসুর জামাল হোসেন মৃত. শিশুটির লাশ নিয়ে সংবাদ সম্মেলন করেন।

‎জামাল হোসেনের অভিযোগ, বিরোধপূর্ন জমিতে সাবিদ আলী গংয়ের লোকজন মঙ্গলবার(৮মার্চ) সকালে মাটি কাটতে থাকেন। এসময় তারা বাঁধা দিলে প্রতিপক্ষ বসির আকন ও তার স্ত্রী কচি আক্তার তার ভাই কামালকে মারধর করেন এবং বশির আকনের স্ত্রী কচি আক্তার সাত মাসের অন্তঃসত্তা রুমা বেগমকে চড় থাপ্পড় ও পেটে লাথি মারেন। এতে রুমা আক্তার অসুস্থ হয়ে পড়লে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আলট্রাসনোগ্রাম রিপোর্টে বাচ্চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে বুধবার(৯ মার্চ) রাতে সিজারের মাধ্যমে শিশুটিকে বের করে আনা হয়।

‎এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বিবাদমান জমিতে পিলার উঠিয়ে ফেলেন চান মিয়ার ছেলে জামাল হোসেন। পরে প্রতিপক্ষ সাবেদ আলী আকন গং এ কাজে বাঁধা দিলে উভয় পক্ষই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এসময় চান মিয়ার ছেলে জামাল হোসেন, কামাল হোসেন, ছোট ভাই লাবু মিয়া, জামালের স্ত্রী আসমা বেগম, চান মিয়ার স্ত্রী জাহানারা বেগম ও কামালের অন্তঃসত্তা স্ত্রী রুমা বেগম উপস্থিত ছিলেন। অপরদিকে সাবেদ আলী আকনের ছেলে বিপ্লব আকন, সাবেদ আলী আকনের ভাতিজা বশির আকন, বশির আকনের স্ত্রী সাবিহা আক্তার কচি উপস্থিত ছিলেন।

‎অভিযোগের বিষয়টি অস্বীকার করে বশির আকন বলেন, জমাজমি নিয়ে আমাদের দু’পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় জিততে ও আমাদের হেনস্তা করতে এ মিথ্যা নাটক সাজিয়েছে তারা(চান মিয়া সিকদার গং)।

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, জমিজমা নিয়ে বিরোধের বিষয়টি আমার জানা আছে কিন্তু মারামারির ঘটনা আমার জানা নাই। এরকম অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn