
নদীয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত অন্তত ৬
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মারুতিকে পিষে দিল বাস। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। মঙ্গলবার (২০ মে) সকালে পথ দুর্ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর- করিমপুর রাজ্য সড়কে মহিষবাথান মাঠ এলাকায়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। জানা যায়, এদিন সকাল ৭টায় এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। ওই রাজ্য সড়ক ধরে কলকাতার দিকে যাচ্ছিল একটি মারুতি গাড়ি। তাতে কমপক্ষে ৬ জন ছিলেন। সেসময় দ্রুগতিতে কলকাতাগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এসে গাড়িটিকে ধাক্কা মারে। মারুতি গাড়িটিকে নিয়ে গিয়ে রাস্তার ধারের একটি বড় গাছে ধাক্কা মারে ঘাতক বাসটি। সংঘর্ষের অভিঘাতে মারুতি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ওই গাড়ির ভিতর থাকা যাত্রীরা সকলেই পিষে আটকে থাকেন বলে খবর। এর বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। যদিও মারুতির ভিতরে আটকে থাকা যাত্রীদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত খবর দেওয়া হয় করিমপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজের জন্য পৌঁছায় দমকল বাহিনী ও। বাসটিকে সরিয়ে মারুতির ভিতর থেকে নিহতদের উদ্ধার করা হয়। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। বাসের যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।