
নদিয়ায় দোলের দিন ভয়াবহ দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত
শুক্রবার (১৪ মার্চ) দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার চাপড়ায়। টোটো ও চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত শিশু সহ ৫। আহত ৮। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে প্রকাশ, ঈদের বাজার করতে নাকাশিপাড়া থেকে চাপড়ায় এসেছিলেন বেশ কয়েকজন। বাজার করে টোটো করেই বাড়ির দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই উল্টো দিক থেকে তীব্র গতি ছুটে আসছিল একটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে টোটোটিতে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির তলায় চাপা পড়ে অনেকে। শিশু সহ আহত হন সকলে। প্রচন্ত শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথম শিশুসহ ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।