মাত্র এক মাস আগের খবর। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার ভাঙছে বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার।
ভারতীয় একটি গণমাধ্যম এ নিয়ে কয়েকটি সংবাদ পরিবেশন করে। খবরে এটাও বলা হয়েছে, শিগগিরই আলাদা পথ বেছে নেবেন এ দম্পতি। কিন্তু মাস পেরিয়ে গেলেও এ নিয়ে মুখ খোলেননি সৃজিত কিংবা মিথিলা। বরং এক মাস পর কলকাতায় নতুন কাজের খবর দিলেন এ অভিনেত্রী। সেখানে নতুন একটি সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। নাম ‘ও অভাগী’।
এটি পরিচালনা করছেন অনির্বাণ চক্রবর্তী। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত হচ্ছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন মিথিলা।
ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা জানান, এ সিনেমায় মিথিলাকে দুই বয়সে দেখা যাবে। একটিতে ১৬ বছর বয়সী কিশোরী, অন্যটি ৩০-এর প্রাপ্ত বয়স্ক নারী। এ সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘গল্পটা আমার পছন্দের। তাই কাজ করতে রাজি হয়েছি।’