শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নতুন আঙ্গিকে দৈনিক স্বর্ণযুগ পত্রিকার পথচলা, অফিস উদ্বোধন

নতুন আঙ্গিকে দৈনিক স্বর্ণযুগ পত্রিকার পথচলা, অফিস উদ্বোধন

 

দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধনের মাধ্যমে নতুন আঙ্গিকে পথচলা শুরু হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলের দিকে কুষ্টিয়া মজমপুর গেটের বনানী সিনেমা হলের গলিতে অবস্থিত পৌর মার্কেটের ২য় তলায় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে।

উক্ত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী প্রেসক্লাব ও সাংবাদিক সংস্থা, কুষ্টিয়ার সভাপতি পারভেজ মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।

ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো: রিপন খন্দকার। এছাড়াও প্রধান সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো: সোহেল খন্দকার।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ।
পরবর্তীতে এক ইফতার পার্টির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরোত্তর দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সাফল্য কামনা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn