শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

নড়াইল যৌথবাহিনীর অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মোটরসাইকেল জব্দ

নড়াইল যৌথবাহিনীর অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মোটরসাইকেল জব্দ

 

নড়াইল যৌথবাহিনীর অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মোটরসাইকেল জব্দ।
সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদরে যৌথ বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার হাতির বাগান বাসস্ট্যান্ড এলাকায় যৌথ বাহিনীর একটি অস্থায়ী চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নেন। যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের যাচাই-বাছাই করা হয়, পাশাপাশি কাগজপত্র যাচাই করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় একটি বাসের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া, সন্দেহজনক ও নিয়মবহির্ভূত চলাচলের কারণে দশটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বর্তমানে সব জব্দকৃত যানবাহন রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে সংরক্ষিত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু যানবাহন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঈদের আগে ও পরে সড়কে যাত্রী ও যান চলাচলের চাপ বেড়ে যায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
নড়াইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কাজী হাসানুজ্জামান জানান, আটককৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই ও মালিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে জব্দাদেশ কার্যকর হতে পারে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn