শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নড়াইল ডিবি পুলিশের অভিযানে চার বোতল মদসহ বাঁধন বিশ্বাস গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের অভিযানে চার বোতল মদসহ
বাঁধন বিশ্বাস গ্রেফতার

 

নড়াইল ডিবি পুলিশের অভিযানে চার বোতল মদসহ একজন গ্রেফতার। বাঁধন বিশ্বাস(২৪) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত বাঁধন বিশ্বাস (২৪) নড়াইল জেলার সদর থানাধীন ভাদুলীডাঙ্গা গ্রামের উত্তম বিশ্বাসের ছেলে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মন্গবার (২১ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানা পৌরসভাধীন দক্ষিণ নড়াইল গ্রামস্থ পাসপোর্ট অফিস হতে মুলিয়াগামী বট গাছের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বাঁধন বিশ্বাস (২৪)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে চার বোতল মদ জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn