
নড়াইলে চেতনানাশক ছিটিয়ে স্বর্ণালংকারসহ নগত অর্থ লুট
নড়াইলের শেখহাটির একটি বাড়িতে চেতনা নাশক ছিটিয়ে অজ্ঞান করে নগদ টাকাসহ সোনার গহনা লুটের ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে শেখহাটি বাজার পাড়া এলাকায় তৌহিদুল জামান হেলালের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সদর উপজেলার শেখহাটি গ্রামের বাজার পাড়া এলাকার তৌহিদুল জামান হেলালের বাড়িতে শনিবার গভীর রাতে অজ্ঞানপার্টির সদস্যরা ঘরের জালানা দিয়ে তাদের শয়ন কক্ষে চেতনানাশক ওষুধ স্প্রে করে। পরবর্তীতে জানালায় দেওয়া টিন সরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর ঘরে থাকা নগত অর্থ, ২ ভরি ওজনের সোনার গহনা, কাপড়, ফ্যান, ৩ টি মোবাইল, টিভিসহ প্রয়োজনীয় মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। সকালে তৌহিদুলের মোটরসাইকেলের ভাড়া চালক বাড়িতে এসে তাদের ডাকতে থাকে। কিন্তু তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের লোকজন ছুটে এসে তাদের ডাকাডাকি করে। ডাকাডাকির এক পর্যায়ে তারা সজাগ হয়। কিন্তু তাদের শারিরীক অবস্থা খারাপ থাকায় স্থানীয়রা সকাল সাড়ে নয়টার দিকে তৌহিদুল তার স্ত্রী আশা বেগম ও মা আছিয়া বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ বিষয় কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।