রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নড়াইলে কলেজ পড়ুয়া তরুণীকে কুপিয়ে জঘম

নড়াইলে কলেজ পড়ুয়া তরুণীকে কুপিয়ে জঘম

নড়াইলে সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স পড়ুয়া এক তরুণীকে কুপিয়ে জখম করেছে এলাকার বখাটে যুবক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কড়োলা ইউনিয়নের নিরালী গ্রামে এ ঘটনা ঘটে। এ অবস্থায় স্বজনেরা আহত তরুণীকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত রাফিয়া খাতুন নিরালী গ্রামের ইসহাক মোল্যার মেয়ে। আহত রাফিয়া খাতুন বলেন, আজ সকালে আমাদের প্রতিবেশী আমানত মোল্যার বাড়িতে ঝগড়া বাধে। ঝগড়া শুনে আমি পাশে দাড়িয়ে ঝগড়া দেখি।এ সময় আমানত মোল্যার বখাটে ছেলে আবির মোল্যা (২৫) প্রথমে আমাকে দায়ের আছাড়ি দিয়ে আঘাত করে। পরে আবার আমাকে কুপিয়ে জখম করে। আহত রাফিয়ার ভাই আশরাফুল ইসলাম বলেন, আমানত মোল্যার ছেলে আবির মোল্যা (২৫) এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে আমার বোনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সে এর আগেও এলাকায় এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় তিনি মামলা করবেন বলেও জানান। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আবির মোল্যার মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn