মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নটরাজ নৃত্য মহোৎসব সিজন.৩ ২০২৫ অনুষ্ঠিত হলো , ধনধান্য অডিটোরিয়ামে

নটরাজ নৃত্য মহোৎসব সিজন.৩ ২০২৫ অনুষ্ঠিত হলো , ধনধান্য অডিটোরিয়ামে

 

আজ ১৯শে মার্চ বুধবার, ঠিক বিকাল চারটায়, আলিপুর ধনধান্য অডিটোরিয়ামে, চুঁচুড়া হুগলির, নটরাজ নৃত্যালয়ের পরিচালনায় এবং কর্ণধার পারমিতা মন্ডলের উদ্যোগে, নটরাজ নৃত্য মহোৎসব সিজন 3 অনুষ্ঠিত হলো, স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে।

একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের সৃজন থ্রী শুভ সূচনা হয়, এই অনুষ্ঠানে বার জন নৃত্য শিক্ষিক ও শিক্ষিকাকে সম্বর্ধনা দেন, এবং সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে হাতে একটি করে স্মারক তুলে দেন।

মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে, ভারতনাট্যম গুরু খগেন্দ্রনাথ বর্মন ও ডঃ অর্কদেব ভট্টাচার্য, কর্নাটক থেকে আগত নৃত্য গুরু মিস্টার কুমার কারিআপ্পা, নৃত্যশিল্পী মিস্টার উৎপল কুন্ডু ও মালবিকা সেন, ওডিসি ডান্সার সাহিব নারায়ণ ব্যানার্জী , ভয়েস অভার মিস্টার রবিন ব্যানার্জী, সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন, নাট্যশ্রী গুরু দেবযানী চ্যাটার্জী স্বর্ণপ্রদক বিজয়ী কলকাতা বিশ্ববিদ্যালয়, ভারতনাট্যম নৃত্যশিল্পী মধুরিমা চক্রবর্তী মুখার্জী, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দরা।

কোরিওগ্রাফার ও নৃত্য শিক্ষিকা, পারমিতা মন্ডলের এই উদ্যোগ ও প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দরা, তাহারা বলেন এইরকম একটি অডিটোরিয়ামে যেভাবে বিভিন্ন জেলার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই সিজন৩ করলেন, এটা কারো পক্ষে চারটি কারী কথা নয়, এবং যেভাবে নতুন নতুন ছেলে মেয়েদের উৎসাহিত করলেন ও সম্মান দিলেন, আমরা গর্বিত, সকল ছেলেমেয়েদের চলার পথ করে দিলেন, শুধু তাই নয়, যেভাবে ছেলেমেয়েদের অভিভাবকেরা মঞ্চে উপস্থিত থেকে মন চোখে আলোকিত করেছেন এবং ছেলেমেয়েদের উৎসাহিত করেছেন আমরা কুর্নিশ জানাই, কারণ বাবা মায়েরা এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের পাশে সহযোগিতা না করলে কখনোই ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারবে না তাই পড়াশুনার ফাঁকে এইভাবে ছেলেমেয়েদের উৎসাহিত করুক এটাই আমরা চাই। এবং এইরকম একটি অনুষ্ঠান যাতে আগামী দিনে আরো বড় করে করতে পারে আমাদের আশীর্বাদ রইল।

নটরাজ নৃত্যালয়ের কর্ণধার পারমিতা মন্ডল বলেন, এটা আমার তৃতীয়তম মেগা প্রদর্শনী, যেখানে বিভিন্ন জেলার নৃত্য শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরতে পেরেছে, বহু জেলা থেকে ছোট ছোট নৃত্যশিল্পীরা আজকের সৃজন ৩ অংশগ্রহণ করেছে শিক্ষক ও শিক্ষিকাদের সহযোগিতায় এবং অভিভাবকদের উপস্থিতিতে, আজ এই ধনধান্য অডিটোরিয়াম সুন্দরময় হয়ে উঠেছ, ২৪০ জনের মতো নৃত্যশিল্পী আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের হাতে আমি সম্মান ও মানপত্র তুলে দিতে পেরে গর্বিত। আমার মূল উদ্দেশ্য যে সকল নতুন প্রতিভার নৃত্যশিল্পীরা প্ল্যাটফর্ম পান না, তাদেরকে এই প্লাটফর্মের মাধ্যমে উৎসাহিত করা এবং আগামী দিনে যাতে তারা কলকাতার বিভিন্ন প্লাটফর্ম পায় তারি প্রচেষ্টা, আজ সেই প্রচেষ্টা দেখতে দেখতে তৃতীয়তম বর্ষে পদার্পণ করল , আমি একটা কথাই বলবো, যদি সবার সহযোগিতা না পেতাম, এরকম একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান করা আমার পক্ষে হয়তো সম্ভব হতো না। সবার সহযোগিতা এবং আমার ডাকে সবাই সাড়া দেওয়ার জন্য আমি এত বড় অনুষ্ঠান করতে পেরেছি, এর জন্য সবার কাছে কৃতজ্ঞ , আগামী দিনে যদি এই ভাবে সকল শিল্পীর অভিভাবকরা আমার পাশে থাকেন , তাহলে হয়তো আরও এগিয়ে যেতে পারবো এবং আরো নতুন শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে পারব। এর সাথে সাথে একটা কথা বলার চেষ্টা করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের দিদি আমাদের জন্য অনেক কিছু করেছেন। তাই আমরা হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মে অনুষ্ঠান করার সুযোগ পাই। কিন্তু তার সাথে সাথে যদি আমাদের এই ধরনের অনুষ্ঠানের দিকে একটু নজর দেন, তাহলে হয়তো বহু নতুন প্রতিভা সুযোগ পাবে। আমরাও কিছুটা উপকৃত হবো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn