শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

নজরুল ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি

নতুন চাঁদ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম-জয়ন্তী মেলবন্ধনে বক্তারা
নজরুল ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি

নতুন চাঁদ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষ্যে সংষ্কৃতিক মেলবন্ধন গত ৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডমীর ফয়েজ নুর নাহার মিলনায়তনে বীর গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। অনুষ্ঠানে জনন্দিত উপস্থাপিকা দিলরুবা খানম ও নতুন চাঁদ এর পরিচালক ইমরান সোহেলের সঞ্চালনায় উদ্ভোধক ছিলেন সাতকনিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার এম এ সবুর। সম্মানিত অতিথি ছিলেন কোলকাতার বাচিক শিল্পী, পত্রিকা সম্পাদক বাচিক শিল্পী মিতা ঘোষ, বাচিক শিল্পী সঞ্চিতা মিত্র, সঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী দেবলীনা বোস, বাচিক শিল্পী পিনাকী বোস, উত্তর ২৪ পরগনার বাচিক শিল্পী শুভ্রা মুখার্জী, শৃন্বন্তু সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য লিসা দে।
বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক মাদল বড়ুয়া, কবি অরুণ শীল, রাজনীতিবিদ পরিমল দত্ত, আলোকচিত্রী ওচমান জাহাঙ্গীর, কবি ও সাংবাদিক আব্দুল্লাহ মজুমদার, সাতকনিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ফরহাদ, সংগঠক জসীমুল হক চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা, রাশেদুল আরেফিন জিসান, সাতকনিয়া ছাত্রলীগ নেতা পারভেজ, নাসির হোসাইন জীবন, কবি অভিলাষ মাহমুদ, আসিফ ইকবাল, কলি প্রমুখ। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, সম্প্রীতি, দ্রোহ, প্রেম ও গণমানুষের কবি। শৈশবে লড়েছেন দারিদ্র্যের সঙ্গে। যৌবনে শাসন-শোষণের বিরুদ্ধে চালিয়েছেন সংগ্রাম। নির্যাতন-নিপীড়নের শিকার হয়েও বঞ্চিত মানুষের পক্ষে চালিয়েছেন লেখনী। কুসংস্কার, ধর্মান্ধতা ও বৈষম্যের বিরুদ্ধে থেকেছেন আপসহীন। সংগীতে সৃষ্টি করেছেন স্বতন্ত্র ধারা। তাঁর হাত ধরে প্রবর্তিত হয়েছে বাংলা গজল। নজরুল লেটো দলের বাদক, রুটির দোকানে শ্রমিক হিসেবে কাজ করেছেন। সৈনিকজীবনও বেছে নিয়েছিলেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়। কাজ করেছেন এইচএমভি ও কলকাতা বেতারে। যোগ দিয়েছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। হয়েছেন কারারুদ্ধ। সব কিছু ছাপিয়ে উচ্চকিত হয়ে আছে নজরুলের সাহিত্যসাধনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn