রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

নগরে বাসার গ্যাসের লাইনে বিষ্ফোরণ: স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

নগরে বাসার গ্যাসের লাইনে বিষ্ফোরণ: স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম নগরে রান্নাঘরের গ্যাসের লাইন বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এই ঘটনায় তাঁর স্ত্রীও মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

আজ রবিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক একই এলাকার দিদারের ভাড়া ঘরে থাকতেন। এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ তাঁর স্ত্রী আনোয়ারা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।


বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানো হয়। তবে এর আগেই ওই ঘরের দুইজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়,বাসার লাইনের গ্যাস বিষ্ফোরণ ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন , রাতে গ্যাস বিস্ফোরণে আহত দুইজন নারী পুরুষকে চমেক হাসপাতালে আনা হয়। এরমধ্যে ডাক্তার পুরুষ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।তাঁর স্ত্রীকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।তবে পেশেন্টের অবস্থা ভালো না।তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn