রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি

 

 

‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’ এ প্রতিপাদ্য নিয়ে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচি করেন রাজশাহী মহানগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী সিটি গ্রীন সিটি, ক্লিন সিটি ও সবুজে ঘেরা নগরী অব্যাহত রাখতে এ আয়োজন করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপশহর দড়িখরবনা এলাকায় বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

উদ্বোধনকালে রাজশাহী মহানগরের যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি মহোদয় বলেন, জীবের অস্তিত্ব রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের ব্যাপক বৃক্ষরোপণ করতে হবে। নগরীর সৌন্দর্য্য রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যা করতে হবে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, বৃক্ষরোপণসহ বিভিন্ন ক্ষেত্রে এ নগরী ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। ব্যাপক বৃক্ষরোপণের ফলে বিভিন্ন প্রজাতির ফুল পাখির সমারোহে এ নগরীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পাবে। সবুজ পরিবেশ বান্ধব নগরীর আরও বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠবে। পরিবেশের উন্নয়নে নগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম করাই ১৫ নাম্বার ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

উত্তো কর্মসূচির আয়োজন করেন ১৫ নাম্বার ওয়ার্ডের মধ্য পাড়ার বিএনপির প্রতিষ্ঠাতা মো: আশরাফুল ইসলাম সাহেব, ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির সাবেক-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শামুকদম থানার যুবদলের সদস্য নাদিম আব্দুল্লাহ,মোঃ সোহান চন্দ্রিমা থানা প্রতিষ্ঠাতা আব্বায়ক সহ আরও নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn